Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the updraftplus domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/mdnaimco/kuskp.org/wp-includes/functions.php on line 6114
লোভা ব্রিজ বাস্তবায়নের লক্ষে গণ সমাবেশ – KUSKP.ORG
Menu

কানাইঘাট সমাজ কল্যাণ পরিষদ

সাপোর্ট

+৮৮০১৭৮৭৩৫০০৪০

কানাইঘাট সমাজ কল্যাণ পরিষদ

লোভা ব্রিজ বাস্তবায়নের লক্ষে গণ সমাবেশ

গত ২৮ নভেম্বর ২০১৯ কানাইঘাট উপজেলার সমাজ কল্যাণ

গত ২৮ নভেম্বর ২০১৯ কানাইঘাট উপজেলার সমাজ কল্যাণ পরিষদ লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি শাখার উদ্যোগে

মুলাগুলকে কানাইঘাটের মূল ভূখণ্ডের সাথে সম্পৃক্ত করার দাবিতে। স্থানীয় নয়াবাজারে অনুষ্ঠিত হয় লোভা ব্রিজ বাস্তবায়নের লক্ষে গণ সমাবেশ।

শাখা সভাপতি এম জাহিদ আল মিসবাহ’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহান আহমদ চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য জনাব অধ্যক্ষ মুজ্জম্মীল আলী,

তিনি তার বক্তব্যে বলেন দীর্ঘদিন যাবৎ মোলাগুল ইউনিয়নটি কানাইঘাটের র মূল ভূখণ্ডের সাথে সম্পৃক্ত না থাকায় মানুষ নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছে।বিশেষ করে এই এলাকার রোগীরা চিকিৎসা সেবা বঞ্চিত অবস্থা দিনযাপন করছে।

এ অবস্থার পরিত্রাণের জন্য রাষ্ট্রের উচিত যত দ্রুত সম্ভব লোভার উপর একটি ব্রিজ নির্মাণ করা।

তিনি কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদের দাবির সাথে ঐক্যমত্য পোষণ করে আগামী দিনে সংগঠনের সকল কর্মসূচিতে তার স্বতঃস্ফূর্ত উপস্থিতির প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব আহমদ সুলেমান,

তিনি তার বক্তব্যে বলেন এই এলাকার উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সাবেক প্রধানমন্ত্রী রাজনৈতিক সচিব জনাব আবুল হারিস চৌধুরী তার অক্লান্ত পরিশ্রমের কারণেই আমি আমার চেয়ারম্যান থাকাকালীন সময়ে এই এলাকার বিদ্যুৎ, প্রাথমিক বিদ্যালয়,  কমিউনিটি ক্লিনিক সহ নানাভিদ উন্নয়নে সামর্থ্য হই।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মেম্বার আব্বাস উদ্দিন, সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য কবি আব্দুল কাহির, পরিষদ সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আলী আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আহমদ মাসুম, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউপি উপদেষ্টা জনাব আব্বাস উদ্দিন, পরিষদ রাজাগঞ্জ ইউপি সভাপতি মাসুদ আহমদ মাসুম, গঠনের শুভাকাঙ্ক্ষী হাবিব আহমদ প্রমুখ

Share:

Table of Contents

More Posts

ঝিঙ্গাবাড়ি ইউপি কমিটি-2024-2025

১।ইয়াহিয়া কলিম – সভাপতি মোবাইল ২।সহ: সভাপতি মাহফুজ আহমদ মোবাইল : ৩। রুবেল আহমেদ মোবাইল : ৪।সাধারণ সম্পাদক: ইফতেখার ইব্রাহিম।

অবিলম্বে লোভাব্রিজ স্থাপনের দাবিতে নৌ বন্ধন ২০১৯ 

অবিলম্বে লোভাব্রিজ স্থাপনের দাবিতে নৌ বন্ধন ২০১৯ মুলাগুলকে কানাইঘাটের মূল ভূখণ্ডের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদের

দিঘীরপার ইউপি শাখা

গত ৭ ফেব্রæয়ারী ২০২১ দিঘীরপার ইউপি শাখার উদ্দোগে স্থানীয় সড়কের বাজারে পালন করা হয় ক্যালেন্ডার বিতরণ কর্মসূচি শাখা সভাপতি হাফিজ

Send Us A Message