Menu

কানাইঘাট সমাজ কল্যাণ পরিষদ

সাপোর্ট

+৮৮০১৭৮৭৩৫০০৪০

কানাইঘাট সমাজ কল্যাণ পরিষদ

আহমদ মাসুম

পরিচিতি:নভেম্বর ৮সাল১৯৯৬ সিলেট জেলার কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউপির


পরিচিতি:
নভেম্বর ৮সাল১৯৯৬ সিলেট জেলার কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউপির জয়পুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন।
তার দাদা ময়না মিয়া মেম্বার এলাকার একজন বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব ছিলেন। ভবানীগন্জ বাজার হতে আন্দুরমুখ রাস্তা, আন্দুরমুখ হতে চরিপাড়া পর্যন্ত সুরমা ডাইক রাস্তা এবং ভবানিগন্জ বাজার হতে তাফাই রাস্তার সূচনা তিনিই করেছিলেন। তাছাড়া চরিপাড়া উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠায়ও তার সচেষ্ট ভূমিকা ছিল।
আহমদ মাসুমের পিতা ময়না মিয়া মেম্বারের বড় ছেলে মোঃসামছুদ্দীন একজন ব্যবসায়ী।

শিক্ষা জীবন:
আহমদ মাসুম’র শিক্ষা জীবনের হাতেকড়ি শুরু হয় তার নানা বাড়ি (কানাইঘাট বাজারের স্বনামধন্য ব্যবসায়ী সজ্জাদপীর সাহেবের বাড়ি) থেকে ভাড়ারীমাটি জামে মসজিদের মক্তবের মাধ্যমে শুরু হয়।
তারপর ২০০২ সালে ভাড়ারীমাটি সরকারি প্রথামিক বিদ্যালয়ে ভর্তি হয়ে ৩য় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
২০০৫ সালে তিনি জামেয়া রহমানিয়া লালারচক মাদ্রাসায় ভর্তি হন এবং মাদরাসার শীর্ষ মেধাবী ছাত্র হিসাবে সেখানকার পড়াশোনা শেষ করে ২০১০ সালে সিলেটের গোঠাটিকর উচ্চবিদ্যালয়ে ভর্তি হোন ২০১২ সালে সেখান থেকে এস এস সি, ২০১৪ সালে সিলেট সরকারি কলেজ হতে এইচ এস সি, ২০২০ সালে সিলেট এম সি বিশ্ববিদ্যালয় হতে ইতিহাস বিভাগে অনার্স এবং ২০২২ সালে একই বিশ্ববিদ্যালয় হতে একই বিষয়ে মাস্টার্স সম্পূর্ণ করেন।
বর্তমানে তিনি দি পিপল ইউনিভার্সিটির অধ্যাপক ড.মোস্তাফিজুর রহমান ফয়সলের অধীনে পি এইচ ডি(গবেষণা) স্টাডি করছেন।

একই সাথে তিনি বাংলাদেশের কওমী মাদরাসা শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ সনদ টাইটেল বা দাওরায়ে হাদিসের দস্তারে ফজিলত সিলেট নগরীর ভার্থখলা জামেয়া ইসলামিয়া থেকে ২০১৫ সালে গ্রহণ করেন৷

ছয় ভাই ও দুই বোনের মধ্যে তিনি পঞ্চম। বাল্যকাল থেকে তিনি সামাজিক উন্নয়ন ও সমাজ পরিবর্তনের স্বপ্ন লালন করতে শুরু করেন যার প্রেক্ষিতে ২০১২ সালে যখন তিনি এস এস সি পরীক্ষার্থী তখনই প্রতিষ্ঠা করে ফেলেন পূর্ব সিলেটের সর্ববৃহৎ অরাজনৈতিক সামাজিক প্লাটফর্ম কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদ।

এখান থেকেই তার সামাজিক সংগঠক হিসাবে যাত্রা শুরু ২০১৬ সালে সিলেট বিভাগ ভিত্তিক সামাজিক সংগঠন নবদূত সামাজিক ফোরামের প্রতিষ্ঠা হলে তাকে প্রতিষ্টাকালীন কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। চড়ে বেড়াতে শুরু করেন সামগ্র সিলেট বিভাগ। বর্তমানে তিনি সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

২০১৮ তৎকালীন রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ’র নির্দেশনায় প্রতিষ্ঠান জাতীয় স্বেচ্ছাসেবি সংগঠন বাংলাদেশ একতা সমাজ সংগঠন। তিনি সেখানে যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে ডাক পান। এবং দেশের বিভিন্ন জেলায় তার সামাজিক সংগঠক হিসাবে মেধার পরিচয় দিয়ে যাচ্ছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত থাকার পাশাপাশি অত্যন্ত দক্ষতার ও বুদ্ধিমত্তার সাথে সারাদেশ ব্যাপী বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

Share:

Table of Contents

More Posts

ঝিঙ্গাবাড়ি ইউপি কমিটি-2024-2025

১।ইয়াহিয়া কলিম – সভাপতি মোবাইল ২।সহ: সভাপতি মাহফুজ আহমদ মোবাইল : ৩। রুবেল আহমেদ মোবাইল : ৪।সাধারণ সম্পাদক: ইফতেখার ইব্রাহিম।

অবিলম্বে লোভাব্রিজ স্থাপনের দাবিতে নৌ বন্ধন ২০১৯ 

অবিলম্বে লোভাব্রিজ স্থাপনের দাবিতে নৌ বন্ধন ২০১৯ মুলাগুলকে কানাইঘাটের মূল ভূখণ্ডের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদের

দিঘীরপার ইউপি শাখা

গত ৭ ফেব্রæয়ারী ২০২১ দিঘীরপার ইউপি শাখার উদ্দোগে স্থানীয় সড়কের বাজারে পালন করা হয় ক্যালেন্ডার বিতরণ কর্মসূচি শাখা সভাপতি হাফিজ

Send Us A Message